বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ শাখা অফিস। চট্টগ্রামে স্টেট ব্যাংক অব পাকিস্তানের শাখা অফিস এর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ চালুর মাধ্যমে ১২জুলাই, ১৯৪৮ সাল হতে জুবিলী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরু করে। অতপর একই ভবনে ১৫ জুলাই, ১৯৫২ হতে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রম চালু হয়। ঐতিহ্যবাহী কোর্ট হিলের পাদদেশে তদানীন্তন স্টেট ব্যাংক অব পাকিস্তানের নিজস্ব ভবন নির্মিত হওয়ার পর ১৯৫৩ সালের সেপ্টেম্বর মাসে নতুন ভবনে ব্যাংক স্থানান্তরিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর স্টেট ব্যাংক অব পাকিস্তানের উত্তরসুরী হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করলে এর চট্টগ্রাম অফিস বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম নামে অভিহিত হয়। বর্তমানে চট্টগ্রাম অফিসের বিভিন্ন মূখী কার্যক্রম মোট ৩ টি অফিস ভবনে সম্পাদন করা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী সড়কস্থ ব্যাংকের নতুন অফিস ভবনে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ বিভিন্ন সময়ে স্থানান্তরিত হয়। নতুন ভবনে রয়েছে জনসাধারণের লেনদেনের সুবিধার্থে ৯৮ টি কাউন্টার সম্বলিত বিশাল ব্যাংকিং হল এবং নীচে কার পার্কিং এর সু-ব্যবস্থা। অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া। ১০ জন উপ-মহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তা ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট, ব্যাংকিং বিভাগ, প্রশাসন বিভাগ এবং ক্যাশ বিভাগের দায়িত্ব পালন করছেন। বর্তমানে অফিসে কর্মরত লোকবল ৪৯৪ জন। এ অফিসের পরিদর্শন কার্যক্রমের আওতাধীন জেলা সমূহ হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, কুমিল্লাএবংচাঁদপুর। বিদেশী ছাপাখানা হতে আমদানীকৃত সকল ধরনের ধাতব মুদ্রা একমাত্র চট্টগ্রাম বন্দর হতে খালাস করতে হয় এবং খালাসকৃত ধাতব মুদ্রা সমূহ এ অফিসে সংরক্ষণ করা হয় অর্থাৎ এ ব্যাপারে চট্টগ্রাম অফিসকে ”গেটওয়ে” ও বলা যায়।